1. dhakarahman1994@gmail.com : Ibcnews24 :
বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
আই বি সি নিউজে আপনাকে স্বাগতম...

জকিগঞ্জে প্রেসক্লাবে প্রবাসী আব্দুল বাছিত’কে সম্মাননা প্রদান

জকিগঞ্জ (সিলেট) সংবাদদাতা
  • আপডেটের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১ বার ভিউ

জকিগঞ্জের প্রবাসীদের বিশ্বব্যাপী অনলাইন ভিত্তিক ও অরাজনৈতিক সংগঠন ‘জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশন’—এর সহ-সাংগঠনিক সম্পাদক প্রবাসী আব্দুল বাছিত তালুকদার’কে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকালে প্রেসক্লাবের সভাকক্ষে আয়োজিত শুভেচ্ছা ও মত বিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা স্বারক উঠিয়ে দেয়া হয়। প্রেসক্লাব সভাপতি জুবায়ের আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুর বাজারের ব্যবসায়ী মোহসিন এন্ড মুহাইমিন—এর স্বত্বাধিকারী আব্দুস শহীদ।

জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- সহ-সভাপতি মাজহারুল ইসলাম জয়নাল, সহ-সভাপতি জামাল আহমদ, সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, প্রচার সম্পাদক জুবায়ের আহমদ, ক্রীড়া সম্পাদক লিমন তালুকদার, নির্বাহী সম্পাদক জে.এফ চৌধুরী ফাহিম, আব্দুস শহীদ সাকির,মাহতাব উদ্দিন,সাইফুর রহমান, আজাদুর রাহমান সহ উপজেলায় কর্মরত সাংবাদিকরা।

এ সময় সংবর্ধিত অতিথি আব্দুল বাছিত তালুকদার বলেন, মানুষকে জাগিয়ে তোলার মন্ত্র সাংবাদিকতার মধ্যে নিহিত। অহিংস নীতির ভিত্তিতে সুন্দর বসবাস উপযোগী সমাজ গঠন সম্ভব-উল্লেখ করে তিনি আরও বলেন হিংসা-বিদ্বেষের পরিবর্তে ভালোবাসা দিয়ে বিশ্বকে জয় করা সম্ভব। জকিগঞ্জের বসাবসরত মানুষের জীবনমানসহ লোকচক্ষুর অন্তরালে পড়ে যাওয়া বিষয়গুলোকে সংবাদের প্রতিপাদ্য করার পরামর্শ দেন। এছাড়া যেকোন বিষয়ে প্রভামুক্ত থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের উপরও গুরুত্বারোপ করে সবসময় জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2023 CityNews
Desing & Developed BY ThemeNeed.Com