সিলেটের জকিগঞ্জ উপজেলার বাবুর বাজারের এক বব্যসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির লোকজনকে জিম্মি করে স্বর্ণালংকার, প্রায় নগদ ১২ লক্ষ টাকা ও মোবাইলফোনসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাত আনুমান ২ টার দিকে উপজেলার সুন্দরারচক গ্রামের মরহুম হাজী আব্দুল আজিজ বলু মিয়ার ছেলে বাবুর বাজারের ফ্লেক্সিলোড ও বিকাশ ব্যবসায়ী মোঃ আব্দুল মুমিনের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে। খবর পেয়ে ভুক্তভোগীর বাড়ি পরিদর্শন করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবার জানান, গত রাত অনুমান ২ টার দিকে বাড়ির পূর্ব পাশের ঘরের কেসিগেইটের তালা কেটে দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে ডাকাতরা। ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ১০ থেকে ১২ জন ডাকাত প্রথমে মোঃ আব্দুল মুমিন ও তার স্ত্রী’কে পায়জামা ও রওনা দিয়ে হাত-পা বেঁধে রাখে। পরে ঘরে থাকা আলমারি, ওয়ারড্রপ ও ড্রেসিং টেবিলের ড্রয়ার ভেঙে স্বর্ণ অলঙ্কার, জামা কাপড়, নগদ প্রায় ১১ লক্ষ ১২ হাজার টাকাসহ অন্তত ৫০ লক্ষ টাকার মালামাল লুটে নেয়।
এ ব্যাপারে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, খবর পেয়ে ভোর রাতে গিয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এবিষয়ে এখনো কোনো থানায় মামলা হয়নি।