এনআরবি ব্যাংকের উদ্যোগে গোলাপগঞ্জের ৫নং বুধবারী বাজার ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) অসহায় মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা।
এসময় বক্তারা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা।
৫নং বুধবারী বাজার ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিন এর সভাপতিত্বে ও ইউপি সদস্য আবুল কাশেমএর উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাইডিং হাই লিমিটেড লেদার ইন্ডাস্ট্রি এর চেয়ারম্যান হারুন মিয়া বাবলু।
বিশেষ অতিথি বাগির ঘাট ভিলেজ ট্রাষ্ট ইউ কে এর কোষাধ্যক্ষ আজির উদ্দিন মোছা, সাবেক সভাপতি নাজিম উদ্দীন, সাবেক সহ-সভাপতি মুসা উজ জামান, সদস্য আব্দুল আহাদ, সফই মিয়া লেদই, লেইস উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক ইসলাম উদ্দিন, কুশিয়ারা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি বদরুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী ফজল উদ্দিন, বাদেপাশা ইউনিয়নের প্যানাল চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, ৫ নং বুধবারী বাজার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এনাম উদ্দিন, সদস্য আতিকুর রহমান, সদস্য হেলান উদ্দিন খান, সদস্য সামসুল আলম কয়েছ, সদস্য জাহিদুর রহমান মৌলা, সদস্য আসিফা রহমান পাপিয়া, জামেয়া ইসলামিয়া বুধবারী বাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা মুজিবুর রহমান প্রমুখ।
বক্তারা আরো বলেন, এনআরবি ব্যাংক পিএলসি এর নির্বাহী চেয়ারম্যান আলী আহমেদ আমাদের বাগির ঘাট গ্রামের কৃতিসন্তান, তিনি একজন অনাবাসী বাংলাদেশী ও যুক্তরাজ্যে বসবাসরত একজন সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী। তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক মুদ্রা প্রেরণের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন এবং সার্বক্ষণিক দেশের সুবিধাবঞ্চিত ও নিজ এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন, আমরা তার সুস্থতা ও দির্ঘায়ু কামনা করছি। বিজ্ঞপ্তি