1. dhakarahman1994@gmail.com : Ibcnews24 :
সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:২০ অপরাহ্ন
নোটিশ :
আই বি সি নিউজে আপনাকে স্বাগতম...

আল্লামা আব্দুর রহমান বর্ণী (রহ.) এর ২৪তম ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

মোঃ হাবিবুর রহমান
  • আপডেটের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭ বার ভিউ

উস্তাদুল উলামা, পীরে কামিল আল্লামা আব্দুর রহমান বর্ণী ছাহেব (রহ.)-এর ২৪ তম ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) বর্ণী ছাহেব বাড়ি সংলগ্ন রহমানিয়া টুকা হাফিজিয়া দাখিল মাদরাসা মাঠে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ২৪তম এই ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়।
শামসুল উলামা আল্লামা ফুলতলী সাহেব কিবলা রহ: এর অন্যতম খলিফা, প্রখ্যাত এ বুযুর্গের ঈসালে সাওয়াব মাহফিলে সিলেটের বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লীরা উপস্থিত হন। সকাল ১০টায় আল্লামা আব্দুর রহমান বর্ণী (রহ.)-এর মাজার জিয়ারত, কুরআন খতম এবং খতমে খাজেগানের মাধ্যমে ঈসালে সাওয়াব মাহফিলের আনুষ্ঠানিতা শুরু হয়।
আল্লামা বর্ণী রহ এর বড় সাহেবজাদা মাওলানা আব্দুল আজিজের সভাপতিত্বে ও মাওলানা এম এ আলীম ও হাফিজ মাওলানা আব্দুল মুক্তাদির আল আজহারী’র যৌথ পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা ও নসিহত প্রদান করেন, হযরত মাওলানা মুফতী গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন – হযরত আল্লামা আব্দুর রহমান বর্ণী ছাহেব রহ. সুন্নতে নববীর আদর্শে জীবন অতিবাহিত করেছিলেন এবং বিলাসিতামুক্ত অনাড়ম্বর জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ ও তার রাসুলের আদর্শের একজন নিবেদিত অনুসারী হিসেবে তিনি মসজিদ-মাদরাসার খেদমতে আজীবন নিয়োজিত ছিলেন। ওলী-আউলিয়াদের অনুসরণ করার অর্থ হচ্ছে তাদের দেখানো পথে নিজেদের ঈমান-আমলকে মজবুত করা। আমাদের সকলের উচিৎ জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ তায়ালার বিধান এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তরিকা অনুযায়ী নিজেদের জীবনকে গঠন করা।
ঈসালে সাওয়াব মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে আলোচনা পেশ করেন এবং উপস্তিত ছিলেন- বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ কে এম মনোওর আলী, ঢাকা বিশ্ববিদ্যালয় এর সহকারী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী শাহান ফুলতলী, সৎপুর দারুল হাদীস কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা নোমান আহমদ, ভাদেশ্বর মডেল ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নোমান আহমদ,ব্যারিস্টার আব্দুল জব্বার, চান্দগ্রাম ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোস্তাক আহমদ চৌধুরী, বিশিষ্ট আলেম ও লেখক মাওলানা আব্দুল আউয়াল হেলাল, মাওলানা মর্তুজা আলী আমানতপুরী, মাওলানা মুস্তাকিম বিল্লাহ বড় ভূইয়া ভারত, মাওলানা আব্দুল আউয়াল যুক্তিবাদী লন্ডন, মাওলানা ফয়জুর রহমান মোড়াউলী,মাওলানা মাহফুজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করেন রাহমানিয়া টুকা হাফিজিয়া দাখিল মাদরাসার ছাত্ররা। অনুষ্ঠানে মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন, বিশিষ্ট ইসলামি সংগীত শিল্পী কবি মুজাহিদুল ইসলাম বুলবুল ও অন্যান্যরা। বিজ্ঞপ্তি

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2023 CityNews
Desing & Developed BY ThemeNeed.Com