1. dhakarahman1994@gmail.com : Ibcnews24 :
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:২৯ অপরাহ্ন
নোটিশ :
আই বি সি নিউজে আপনাকে স্বাগতম...

যুবসমাজকে শৃঙ্খলাবোধ ও আত্মনির্ভরশীলতার শিক্ষা দেয় -জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহমুদ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১২ বার ভিউ

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহমুদ বলেছেন, মার্শাল আর্ট কেবল আত্মরক্ষার কৌশল নয়; এটি শারীরিক ও মানসিক দক্ষতার এক অনন্য সমন্বয়। এটি আমাদের যুবসমাজকে মাদক, অপরাধ, এবং সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার একটি কার্যকরী মাধ্যম। আমি আশা করি, কাজী মনি মার্শাল আর্ট ফাউন্ডেশন ‘মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ’ প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রতিভা ও খেলোয়ার তৈরী হবে যারা আন্তর্জাতিক অঙ্গনে দেশের সম্মান বৃদ্ধি করবে। সিলেটের মতো ঐতিহ্যবাহী অঞ্চলে এ ধরনের আয়োজন ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। আমি আয়োজক চাইনিজ মার্শাল আর্ট একাডেমি সিলেট এবং কাজী মনি মার্শাল আর্ট ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই, যারা এমন একটি মহৎ উদ্যোগ নিয়েছেন। এটি দেশের ক্রীড়া বিকাশে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং অন্যান্য জেলাও উৎসাহিত হবে। আয়োজকদের আরও উৎসাহিত করে তিনি বলেন, এ ধরনের আয়োজন নিয়মিতভাবে অনুষ্ঠিত হলে বাংলাদেশ ক্রীড়া ক্ষেত্রে একটি নতুন উচ্চতায় পৌঁছাবে।
চাইনিজ মার্শাল আর্ট একাডেমি আয়োজিত কাজী মনি মার্শাল আর্ট ফাউন্ডেশন ‘মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ-২০২৫’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট নগরীর আবুল মাল আব্দুল মুহিত জিমনেশিয়ামে গত শনিবার (১১ জানুয়ারি) প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এর আগে ১০ জানুয়ারি শুক্রবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। দুই দিনব্যাপী এ চ্যাম্পিয়ানশিপে অংশ নেন দেশের বিভিন্ন জেলার প্রায় দেড় শতাধিক মার্শাল আর্ট খেলোয়াড়রা। খেলোয়ারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উপভোগ্য হয়ে ওঠে প্রতিযোগিতা।
চাইনিজ মার্শাল আর্ট একাডেমি সভাপতি ও সিটি মডেল স্কুলের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজনের সভাপতিত্বে এবং আয়োজক প্রতিষ্ঠান চাইনিজ মার্শাল আর্ট একাডেমি সিলেট এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এবং টুর্নামেন্ট আয়োজন কমিটির সদস্য সচিব এবং আন্তর্জাতিক উশু কোচ মোঃ আনোয়ার হোসেন এর পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়াল প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। ভার্চুয়ালি বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কে. আর. জসীম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলিম ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আলিমুস সাদাত চৌধুরী (এআইপি), সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থা অ্যাড-হক কমিটির সদস্য সচিব মোঃ নূর হোসেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদি, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কে.আর. জসিম (ভাচ্যুয়ালি), বাংলাদেশ উশু প্রতিষ্ঠাতা ফোরামের চেয়ারম্যান ও সাবেক প্রতিষ্ঠাতা সহ-সভাপতি বাংলাদেশ উশু ফেডারেশন এস এম শহীদুল হক ভূঁইয়া, বাংলাদেশ উশু ফাউন্ডার্স ফোরামের মহাসচিব ও সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাংলাদেশ উশু ফেডারেশন শিফু দিলদার হাসান দিলু, সিলেট জেলা বিএনপির সিনিয়র জয়েন্ট কনভেনার মিফতাউল কবির মিফতা, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, যুগ্ম আহবায়ক টিটন মল্লিক, নাইস প্রাইস এর সত্ত্বাধিকারী মোঃ আব্দুস সালাম, ইভেন্টিমের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জি এ চৌধুরী আরমান, কাজী মনি মার্শাল আর্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাজী মাসুদ হাসান মনি, ডিপিও মালিক, ব্লু ড্রিম, সিলেট মেট্রোপলিটন রাসেল আহমদ হৃদয়, গেমস আয়োজক কমিটির সমন্বয়ক তানভীর চৌধুরী, প্রধান সমন্বয়ক মো. আরিফ উদ্দিন, সদস্য তানভীর আহমদসহ কোচ, জাজ, খেলোয়ার প্রমুখ।
সিনিয়রদের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান ও সেরা দল হয় কক্সবাজার জেলা উশু এসোসিয়েশন, কক্সবাজার দল। যৌথভাবে রানার্সআপ হয় দিনাজপুর জেলার উশু, দিনাজপুর টিম এবং হবিগঞ্জ প্রজন্ম উশু সান্দা ফাইট ক্লাব, হবিগঞ্জ মার্শাল আর্ট দল। জুনিয়রদের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয় চাইনিজ উশু ফাইটার স্কুল, সিলেট দল এবং রানার্সআপ হয় চাইনিজ মার্শাল আর্ট একাডেমি, সিলেট দল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2023 CityNews
Desing & Developed BY ThemeNeed.Com