শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জকিগঞ্জের শিক্ষার্থীদের সংগঠন জকিগঞ্জ স্টুডেন্টস অর্গানাইজেশন অব সাস্ট (জেডএসও) এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-ডি-এর ১০১২ নম্বর কক্ষে সম্পন্ন হয়েছে গতকাল ১০ রমজান ( মঙ্গলবার ১১ মার্চ) ইফতার মাহফিল ২০২৫।
জেডএসও সভাপতি হাবিবুর রহমান মাসরুর এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাহবুবুর রহমান চৌধুরী ও জাহেদুর রহমানের যৌথ উপস্থাপনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্টার ফয়সল আহমদ, বিয়ানীবাজার সরকারি কলেজের বাংলা প্রভাষক ফাহিমা আক্তার, সিলেটস্থ সচেতন জকিগঞ্জবাসীর সমন্বয়ক মাজহারুল ইসলাম জয়নাল,
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন - জেডএসও
এর সাবেক সহ সভাপতি তৌহিদুল ইসলাম। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন,
পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, জকিগঞ্জ (পুসাজ)-এর সাবেক সেক্রেটারি ছাদিওল ফাহাদ ও বর্তমান সেক্রেটারি ময়নুল ইসলাম,
জকিগঞ্জ ঐক্য পরিষদ, সিলেট-এর সেক্রেটারি হা. মাওলানা জাহিদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক জামিউল আম্বিয়া রশিদী
সিলেটস্থ সচেতন জকিগঞ্জবাসীর সদস্য সাংবাদিক মো: হাবিবুর রহমান, মানবসেবা ফাউন্ডেশন জকিগঞ্জ-এর দায়িত্বশীল জুবায়ের আহমদ, হৃদয়ে জকিগঞ্জ-এর সভাপতি শাহিদুর রহমান, সেক্রেটারি রুহেল আহমদ লস্কর, জকিগঞ্জ স্টুডেন্ট কমিউনিটি-এর সভাপতি আরাফাত আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. হাসান কাজীম, মারজান আহমদ, শাবিপ্রবি প্রেসক্লাব সদস্য নোমান আহমদ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাবিপ্রবি-এর দায়িত্বশীলগণসহ অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলে জেডএসও এর সভাপতি হাবিবুর রহমান মাসরুর বলেন,
"আমাদের এবছরের এডমিশন সহায়তা ডেস্কের কার্যক্রম অত্যন্ত সফল হয়েছে। এ বছর অনেক শিক্ষার্থী জকিগঞ্জ থেকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন। এছাড়া, আমরা আমাদের ম্যাগাজিন প্রকাশেরও পরিকল্পনা হাতে নিয়েছি। ভবিষ্যতেও জকিগঞ্জের শিক্ষার্থীদের সহযোগিতায় জেডএসও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এই আয়োজনের মাধ্যমে জকিগঞ্জী শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সমাজসেবামূলক কর্মকাণ্ড ও শিক্ষার্থীদের উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ চালিয়ে যাবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।