নকশী বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে ৩ রামাদান মঙ্গলবার বিকেলে সিলেট শহরের তেররতন এলাকায় অসহায় মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীতে ছিল, খাজুর, চানা, ডাল, তৈল, পিয়াজ, আলু, মুড়ি ইত্যাদি।
ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রিন্সিপাল শাহীনুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জয়নাল, প্রচার ও দপ্তর সম্পাদক মো: হাবিবুর রহমান, কার্যকরী সদস্য সৈয়দ মুহিবুর রহমান মিছলু, মাওলানা গুলজার হোসেন, নাহিদ ইসলাম, সৈয়দ মানহা রহমান,মাহফুজুর রহমান তালহা।
শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজসেবামূলক সেচ্ছাসেবী সংস্থা নকশী বাংলা ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক রোটারিয়ান মাজহারুল ইসলাম জয়নাল বলেন, নকশী বাংলা ফাউন্ডেশন ইফতার সামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মানবিক দায়িত্ব হিসেবে। পুরো রামাদান মাসে আমরা সিলেটের অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান থাকবে। সাওম পালনকারী অসহায় মানুষকে ইফতার প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। আমাদের উচিত আমাদের আশেপাশের অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।