জকিগঞ্জ প্রতিনিধি: উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ, সংযুক্ত আরব আমিরাতের সাবেক বিচারপতি, ইছামতি দারুল উলূম কামিল মাদরাসা'র অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, শায়খুল হাদীস আল্লামা মো. হবিবুর রহমান মুহাদ্দিস ছাহেব (রহ.)-এর ৩য় বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল আগামীকাল ৭ ফেব্রুয়ারি, শুক্রবার জকিগঞ্জের রারাই গ্রামে মুহাদ্দিস ছাহেব বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে শুরু হওয়া মাহফিলের কার্যক্রম পরদিন ফজর পর্যন্ত তো চলবে মাহফিল। দিনের কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র কোরআন খতম, খতমে বুখারী, খতমে দালাইলুল খাইরাত, বিষয়ভিত্তিক আলোচনা, জিকির, মিলাদ ও দোয়া।
মাহফিলে তা’লীম তরবীয়ত প্রদান করবেন মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী।
মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা মো. আবদুল আউয়াল হেলাল জানিয়েছেন, 'মাহফিলকে ঘিরে ইতোমধ্যে সব রকমের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
মাহফিলে ভারত বাংলাদেশসহ উপমহাদেশের প্রখ্যাত পীর মাশায়েখ, আলিম-উলামা, ইসলামী শিক্ষাবিদ, চিন্তাবিদ ও রাজনীতিবিদগণ উপস্থিত থাকবেন। মাহফিলের কার্যক্রম সফলভাবে সম্পাদনে আগতদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি।
উল্লেখ্য, ইলমে হাদীসের অনন্য দিকপাল আল্লামা হবিবুর রহমান মুহাদ্দিস ছাহেব (রহ.) ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি ইন্তেকাল করেন। জীবনদ্দশায় তিনি কুরআন-সুন্নাহ’র প্রচার ও প্রসারে একনিষ্টভাবে দায়িত্ব পালন করে গেছেন। শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর প্রথম সারির একজন খলিফা ছিলেন তিনি।