1. dhakarahman1994@gmail.com : Ibcnews24 :
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১৫ অপরাহ্ন
নোটিশ :
আই বি সি নিউজে আপনাকে স্বাগতম...

গোলাপগঞ্জে পাইপ লাইন থেকে জ্বালানি পদার্থ চুরি, চক্রের অন্যতম সদস্য খালেদ গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১২ বার ভিউ

পাইপ লাইন থেকে জ্বালানি তেলের অপরিশোধিত তরল পদার্থ চুরির একটি চক্র গড়ে উঠেছিলো সিলেট অঞ্চলে। এ ঘটনায় মামলা দায়েরের পর চক্রের দুজনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনী। এবার সে চক্রের অন্যতম সদস্য খালেদ আহমদকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১২ জানুয়ারি) রাতে সিলেটের মুরাদপুর এলাকা থেকে তাকে গোলাপগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে।
খালেদ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর এলাকার তেরাপুর গ্রামের মকদ্দস আলীর ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা।
জানা গেছে, সিলেটের গোলাপগঞ্জ থেকে পাইপের মাধ্যমে আশুগঞ্জসহ বিভিন্ন স্থানে যাওয়া জ্বালানি তেলের (পেট্রল) অপরিশোধিত পদার্থ (কনডেনসেট) উপজেলার ভাদেশ্বরসহ কয়েকটি এলাকায় পাইপ ছিদ্র করে চুরি হতো দীর্ঘদিন ধরে। গত বছরের ১৬ ডিসেম্বরও ভাদেশ্বর এলাকায় পাইপ কেটে ৭২ হাজার টাকার ১২ শ লিটার তরল পদার্থ চুরি হয়।
এ ঘটনায় পরদিন (১৭ ডিসেম্বর) ‘তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)’র সিলেট অঞ্চলের উপ-পরিচালক (নিরাপত্তা) নূর মোহাম্মদ লিটন চৌধুরী বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এতে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়।
রোববার গ্রেফতারকৃত খালেদ আহমদ ছাড়াও মামলার এজাহার ভুক্ত আসামিরা হলেন- নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গইচাষীয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে রিপন মিয়া (৪৫), হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সুবিদপুর গ্রামের দিরেন্দ্র দেবনাথের ছেলে নয়ন দেবনাথ (৩৫), সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর এলাকার খমিয়া গ্রামের আব্দুস শহিদ (শফিক)-এর ছেলে আলী হোসেন সোহেদ (৪৩)।
মামলা দায়েরের ২৫ দিনের মাথায় এবার চক্রটির অন্যতম সদস্য খালেদকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। সোমবার (১৩ জানুয়ারি) তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন গোলাপগঞ্জ থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2023 CityNews
Desing & Developed BY ThemeNeed.Com